রেল স্টেশনে পাওয়া কুসুম এখন শিশু পূণর্বাসন কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ২২শে জুন ২০২১ ১০:২৩ অপরাহ্ন
রেল স্টেশনে পাওয়া কুসুম এখন শিশু পূণর্বাসন কেন্দ্রে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে কুড়িয়ে পাওয়া শিশু কুসুমকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত রংপুর সুবিধাবি ত শিশু পূণর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।


জানা যায়, গত সোমবার বিকালে শিশু কুসুমকে সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে হস্থান্তর করেন থানা পুলিশ। এর আগে গত ১৯ জুন শনিবার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে দেখতে পেয়ে স্থানীয় কয়েক জন যুবক শিশু কুসুমকে থানা পুলিশের নিকট হস্থান্তর করেন।


শিশু কুসুমের পরিচয় না পাওয়া যাওয়ার কারণে তাকে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে শিশু পূনর্বাসন কেন্দ্রে পাঠানো জন্য হস্থান্তর করে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গায়ের রং ফর্সা, ডান চোখের ভুরুতে কাটা দাগ আছে, উচ্চতা আনুমানিক ২ফুট, ডান পা ও বাম হাত একটু দুর্বল।


শিশুটি তার নিজের নাম কুসুম, বাবার নাম সুজা, মায়ের নাম ববি, বাড়ি সান্তাহার। এছাড়া আর কিছুই বলতে পারে না। ৫-৬ বছর বয়সী পরিচয়হীন এ শিশুকে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে পাবার সময় তাহার পরনে ছিল সাদা চেক গেঞ্জি ও হাফ প্যান্ট।


সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, শিশুটির অভিভাবকের সন্ধান না পাওয়ায় তাকে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে রংপুর সুবিধাবি ত শিশু পূণর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।