নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের রুপগ্রামে দিন ব্যাপি সামাজিক সম্প্রতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিচয়ভিত্তিক, সামাজিক মর্যাদা, নিরাপত্তা, দন্দ, ধর্মীয় বিদ্বেষ, রাজনৈতিক বিদ্বেষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সামাজিক সম্প্রীতি কর্মশালা পরিচালনা করা হয়।
ইউনিয়ন ইয়ুথ ফোরাম ও গ্রাম ভিত্তিক ইয়ুথ ইউনিট এর আয়োজনে ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় শনিবার (১৯ জুন) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন উপজেলা ফোরাম কো-অর্ডিনেটর মোস্তাকিম বিল্লাহ ও ইউনিয়ন ফোরাম যুগ্ম কো-অর্ডিনেটর আরজিনা খাতুন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ুথ লিডার নাইম, আলী, মারুফা, একরামুল সহ শিক্ষক, নারীনেত্রী, উজ্জিবক, ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতৃত্ব সহ এলাকার ধর্মীয় নেতা, সুধীজন, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গগন।
কর্মশালায় বক্তারা বলেন, আমাদের সমাজে সামাজিক মর্যাদা ও নিরাপত্তার জন্য কার্যক্রম টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি সমাজে মিলেমিশে বসবাস করা হয় তাহলে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে, আমরা মর্যাদা, নিরাপত্তার সহিত দন্দ্ব মুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যাশা পুরুন করতে পারবো।
ধর্মীয় বিদ্বেষের কারনে সমাজে নানা মত বিরোধ বাড়ে তাই ধর্ম বর্ণ নির্বিশেষে একযোগে মিলেমিশে বসবাস করতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।