পঞ্চগড়ে দৈনিক প্রথম আলো'র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে-বাংলা চত্ত্বরের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সামনে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মানববন্ধনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবুল সালেক,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু,দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ,দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি রাজিউর রহমান রাজু ও দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান প্রমুখ, গনসংগতি আন্দোলনের জেলা সমন্বয়কারী সাজেদুল রহমান সাজু ও প্রথম আলো বন্ধুসভার সভাপতি সিহাব চৌধুরীসহ পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা।
পরে মানববন্ধনে বক্তারা সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির হুশিয়ারী দেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।