পলাশে ২৫ হাজার হতদরিদ্রর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: শনিবার ৮ই মে ২০২১ ০৭:৫৬ পূর্বাহ্ন
পলাশে ২৫ হাজার হতদরিদ্রর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নরসিংদীর পলাশে হতদরিদ্র অসহায় ২৫ হাজার মানুষের মাঝে চাল, ঢাল, তেল, চিনি, সেমাইসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল মুছাবিন হাকিম ডিগ্রী কলেজ মাঠ এবং আমদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 



নরসিংদী-২ পলাশ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের ব্যক্তিগত তহবিল থেকে এসব ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। 



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিআইসির চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটন। এসময় পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোনের তুষার, সহ-সভাপতি মাকসুদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 



প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিত্যবানদের হতদরিদ্রের পাশে দাড়ানোর অংশ হিসেবে পলাশ নির্বাচনী এলাকার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্ন আয়ের মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। 



ঈদুল ফিতরের আগ পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।