নওগাঁর রাণীনগর উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে একটি পুকুরে ভাসমান মাছ বহনের প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহিন আকন্দ বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে একটি পুকুরের মধ্যে ভাসমান প্লাস্টিকের মাছ বহনের ড্রামের মধ্যে মানুষের দু’পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুরে পুলিশ সেখান গিয়ে ড্রামের ভিতর থেকে লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, প্রায় ৩০ বছর বয়সী এই লাশের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কোমড়ে রশি বাধা ছিল।
প্রাথমিকভাবে ধারণা থেকে মনে করা হচ্ছে, হয়তো অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে পুকুরে লাশ ফেলে রেখে গেছে।
ওসি আরো বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।