ছাত্রলীগের পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: সোমবার ২৯শে মার্চ ২০২১ ০১:৩২ অপরাহ্ন
ছাত্রলীগের পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

কাউন্সিল ছাড়া, সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে নব-গঠিত নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রলীগের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা।


সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার ইউরিয়া সার কারখানা গেইট থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। 



এসময় পলাশ উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোহাম্মদ রাজন,যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (টুকু), পৌর ছাত্রলীগের সভাপতি সমশের খান (রুবেল), সাধারণ সম্পাদক ওমর ফারুক, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতি, চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুল আলম শাহীন, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজন আহমেদসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এসময় তারা বলেন, পলাশ উপজেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীদের অবহিত না করে রাতের আধারে পকেট কমিটির মাধ্যমে রনি প্রধানকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। যা কোনো ভাবেই বৈধ নয়।


স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ অর্থের বিনিময়ে পকেট কমিটির অনুমোদন করিয়েছেন। যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী। অযাচিত লোকজন দিয়ে গঠন করা কমিটির ফলে দলের সুনাম নষ্টের পাশাপাশি কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই, দ্রুত এই পকেট কমিটি বাতিল করে বর্তমানে নেতৃত্বদানকারীদের নিয়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের আহব্বান জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি নব-গঠিত কমিটিকে প্রতিহত করার ঘোষণাও দেন নেতৃবৃন্দ।