ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই ফেব্রুয়ারি ২০২১ ১০:১৬ পূর্বাহ্ন
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে আটক করতে পারলেও যানটির চালক পালিয়ে গেছেন।


নিহতরা হলেন সদর পৌর এলাকার মিল্কী মহল্লার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল এবং আরামবাগ মহল্লার সেলিমের ছেলে মোস্তাফিজ। দুজনেই বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিনারুল ও মোস্তাফিজ বাইসাইকেলে করে প্রবেশপত্র আনতে শিক্ষা প্রতিষ্ঠান বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে যায়।


বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে পৌঁছানোর পর পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।


ওসি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও পলাতক রয়েছে চালক। চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।