প্রকাশ: ৮ জুন ২০২০, ০:৮
করোনা শনাক্তের খবর গোপন রেখে মাদারীপুরের শিবচরের এক ইমাম ২ দিন মসজিদে নামাজ পড়িয়েছেন। পরে বিষয়টি জানাজানি হলে প্রশাসন তার বাড়ি লকডাউন করে এবং তাকে হোম আইসোলেশনে রাখে। এ ঘটনায় ইমামের সংস্পর্শে আসা অর্ধশত স্থানীয় ব্যক্তি, মুসল্লি ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, কিছুদিন ধরে জ্বর, ঠাণ্ডা, কাশি ছিল শিবচরের কাদিরপুরের ওই ইমামের। এরপর তিনি গত ৩১ মে ঢাকার ইবনে সিনা হাসপাতালে করোনা পরীক্ষা করান। ৪ জুন পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয় এবং তাকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি কোনো কিছু না মেনে এরপরও ২ দিন নিয়মিত নামাজ পড়িয়েছেন।
স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে এ খবর পেয়ে শনিবার রাতেই উপজেলা সহকারী কমিশনার এম রাকিবুল হাসান, ওসি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ড. শশাঙ্ক চন্দ্র ঘোস কাদিরুরে গিয়ে তার বাড়ি লকডাউন করেন ও তাকে হোম আইসোলেশনে রাখেন। ইমামের সংস্পর্শে আসা অর্ধশত স্থানীয় ব্যক্তি ও মুসল্লিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।