
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

ঈমান মানুষের অমূল্য সম্পদ। তাইতো ঈমানদার মুমিন-মুসলমান দুনিয়া ও পরকালের কোনো বিপদকেই পরোয়া করে না। মুমিন বান্দা যদি নিজের মধ্যে ৪টি গুণের বাস্তবায়ন করতে পারে তবে সে দুনিয়া ও পরকালে যাবতীয় বিপদ থেকেই হবে মুক্ত ও স্বাধীন।
হাদিসে ঘোষিত বিষয় ৪টি হলো-
হাদিসে পাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সুস্পষ্টভাবে বণর্না করেছেন-
>> হিফজু আমানাহ বা আমানত রক্ষা করা
>> সিদকু হাদিসিন বা সত্য কথা বলা

>> হুসনে খালেক্বাতিন : আখলাক-চরিত্র সুন্দর করা
>> ইফ্ফাতু ফি তুমাতিন বা হালাল খাবার গ্রহণ
এ ৪টি গুণ বা বৈশিষ্ট্য অর্জন করা প্রত্যেক ঈমানদার মুসলমানের জন্য আবশ্যক। আলেম কিংবা জেনারেল শিক্ষিত যে ব্যক্তিই এ গুণ বা বৈশিষ্ট্যগুলো অর্জনে সফল হবে, দুনিয়াতে যেমন তার কোনো বিপদ বা হতাশা থাকবে না তেমিন পরকালেও থাকবে না কোনো দুশ্চিন্তা বা পেরেশানি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষিত ৪টি গুণ বা বৈশিষ্ট্য নিজেদের মধ্যে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। এ ৪টি আমলে নিজেদের রাঙিয়ে তোলার তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় পেরেশানি থেকে মুক্ত রাখুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর