বিগত বছর গুলোর মত এবারও ইফতার বিতরন শুরু করছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত বছর রমজানে নিন্ম আয়ের মানুষদের জন্য ইফতার বিতরণের উদ্যোগ নিয়ে এসেছেন ।তারই ধারাবাহিকতায় এবছরও রোহিঙ্গা ক্যাম্প এবং উত্তরবঙ্গের দরিদ্র অঞ্চলগুলোতে ইফতার বিতরণ করতে যাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সম পরমিাণ সওয়াব পাবে; সিয়াম পালনকারীর সওয়াবে একটুও কমানো হবে না। (তিরমিজি ও ইবনে মাজাহ) । এই আলকেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ইফতার আয়োজন এ বছরও ।
এবার তাদের ইফতারের জন্য ৩টি প্যাকেজ থাকছে-
* ১জন সিয়ামপালনকারীকে সারা মাস ইফতার করানো। ৬৫০ টাকা। (আইটেম সাতটি)
* ৪/৫ জনের একটি পরিবারকে গোটা রমজানজুড়ে ইফতার করানো। ২৫০০ টাকা। (আইটেম নয়টি)
* দরিদ্র অঞ্চলের মসজিদ বা মাদরাসায় ইফতার করানো। ২০০০ টাকা। (শরবত, খেজুর ও খিছুড়ি)
১ ও ২ নং প্যাকেজের অনুদান ৫ রমজান পর্যন্ত গ্রহণ করা হবে। তৃতীয়টি রমজানজুড়ে উম্মুক্ত থাকবে। ইফতার প্রজেক্টে কেউ যাকাতের টাকা দিতে চাইলে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের জানিয়ে দিতে হবে। এই ফেসবুক পেইজের https://www.facebook.com/assunnahfoundationbd/ ইনবক্সে অথবা ০১৭৫৬৪০০৫৪২-এই নাম্বারে ফোন করে তা বার্তা পাঠিয়ে জানাতে হবে।
যদি আপ্অনি শগ্রহণ করতে চান তাহলে -
অর্থ পাঠাবেন বিকাশ-
০১৭৫৬৪০০৫৪২ (মার্চেন্ট) -বিকাশের ৩নং অপসন অর্থাত পেমেন্টের মাধ্যমে সেন্ড করতে হবে।
০১৭১২৭২৪৪০৮ পারসোনাল
অথবা ব্যাংক একাউন্ট নাম্বারে :
al-arafah islami bank ltd
As-sunnah madrasa
0771020006948
southjatrabari branch dhaka
Ahmadullah
Datch bangla bank
Shimrail branch
128151223145
Phone 01712724408
আপনার সামান্য দান অনেকগুলো মানুষের ইফতারের যোগার হবে ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।