
প্রকাশ: ৩ মে ২০১৯, ২০:৪৮

বিগত বছর গুলোর মত এবারও ইফতার বিতরন শুরু করছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত বছর রমজানে নিন্ম আয়ের মানুষদের জন্য ইফতার বিতরণের উদ্যোগ নিয়ে এসেছেন ।তারই ধারাবাহিকতায় এবছরও রোহিঙ্গা ক্যাম্প এবং উত্তরবঙ্গের দরিদ্র অঞ্চলগুলোতে ইফতার বিতরণ করতে যাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সম পরমিাণ সওয়াব পাবে; সিয়াম পালনকারীর সওয়াবে একটুও কমানো হবে না। (তিরমিজি ও ইবনে মাজাহ) । এই আলকেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ইফতার আয়োজন এ বছরও ।

আপনার সামান্য দান অনেকগুলো মানুষের ইফতারের যোগার হবে ।