
আলহামদুলিল্লাহ! গোনাহমুক্ত জীবন লাভের মাস শুরু হলো আজ। সিজদায় অবনত শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে যিনি দয়া করে দান করেছেন নেয়ামতে পরিপূর্ণ পবিত্র রমজান মাস। রমজানের পরিপূর্ণ নেয়ামত হলো গোনাহমুক্ত জীবন লাভ করা। তাই রোজায় অবহেলা ও গাফলতি ত্যাগ করতে হবে। আগরে জীবনে সব গোনাহ থেকে নিজেকে ক্ষমা করাতে ধরণা দিতে হবে মহান আল্লাহর কাছে।
দিনভর তাওবা ইসতেগফারের পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করতে হবে-

রোজাদারের জন্য একটি কথা মনে রাখা জরুরি-
ইনিউজ ৭১/এম.আর