শুক্রবার, ৯ মে, ২০২৫২৬ বৈশাখ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
সাহিত্য

কবি ফররুখের ৫০তম মৃত্যুবার্ষিকী, রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৫

শেয়ার করুনঃ
কবি ফররুখের ৫০তম মৃত্যুবার্ষিকী, রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী ?
পাঞ্জেরী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

মুসলিম নবজাগরণের অন্যতম অগ্রদূত রেনেসাঁর কবি ফররুখ আহমদ ছিলেন বাংলা সাহিত্যে বিরল প্রতিভা সম্পন্ন জনন্দিত এক কবি। আজ তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন। 

১৯১৮ সালের ১০ জুন পুরাতন যশোরের মাগুরা জেলার শ্রীপুর থানাধীন ‘মাঝ আইল’ গ্রামে বিখ্যাত সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন কবি ফররুখ। তাঁর পিতার নাম খান বাহাদুর সৈয়দ হাতেম আলী। মাতার নাম বেগম রওশন আখতার। 

আরও

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদের ব্যাখ্যা

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদের ব্যাখ্যা

ইসলামী সাহিত্য যখন নিভু নিভু প্রায়, বস্তুবাদের নেশায় লেখকগণ যুক্তি তর্কেও দর্শন সাজিয়ে ভাববাদকে জলাঞ্জলি দিয়ে চলেছেন যখন লিখনীতে আস্তিকতার স্থান ছিল শূন্যের কোটায়। রঙিন কলমের ডগায় যখন ইসলামী সাহিত্যকে কবর দেয়ার পায়তারা চলছে ফররুখ তখনই এলেন ইসলামী রেনেসাঁর কবি রূপে। এই বাঙালি কবি মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

ব্যক্তি জীবনে কবি ছিলেন সৎ, ধার্মিক, মানবতাবাদী ও অসাধারণ ব্যক্তিত্ববান কর্মপুরুষ। মুুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের কাব্য প্রতিভা প্রাণ পেয়েছে মুসলিম ঐতিহ্য ও ইসলামী আদর্শ অবলম্বন করে। কবি একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে তার সমস্ত চেতনা রাঙিয়ে তুলেছেন। ইসলামী পূনর্জাগরণের কবি ফররুখ আহমদ ইসলামের নিমজ্জমান সূর্যের পূনারাবির্ভাবের প্রত্যাশায় তিনি বিপ্লবী দামামা বাজিয়েছেন কাব্যভাষা।

আরও

মক্কায় হজের প্রস্তুতি গ্রহণে সৌদি সরকারের নতুন উদ্যোগ

মক্কায় হজের প্রস্তুতি গ্রহণে সৌদি সরকারের নতুন উদ্যোগ

পরাজয়ের গ্লানির সাগর পেরিয়ে পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক এ স্বপ্ন দেখেছিলেন কবি। তিনি ধর্মীয় অনুশাসনকে মনে প্রাণে আঁকড়ে ধরেছিলেন। একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করেননি। তার মনোবল ছিল মুসলমান কোন মানুষের সাহায্য চাইতে পারে না আল্লাহর সাহায্য ব্যতিত। তিনি কপটতাকে পছন্দ করতেন না। কবি নীতি আদর্শকে কখনো জলাঞ্জলি দেননি।

কবি ফররুখ একাধারে গীতি-কবিতা, সনেট, মহাকাব্য, ব্যঙ্গ-কবিতা, কাব্যনাট্য, গীতিনাট্য ও শিশু-কিশোর কবিতা রচনা করেছেন। ইসলামী মুল্যবোধ ছিল তার নিকট সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। ধর্মেও ক্ষেত্রে ছিলেন আপোসহীন। লোভ লালসার উর্ধ্বে ছিলেন তিনি। কারও প্রলোভনে কিংবা প্ররোচনায় পড়ে কিছু করতেন না। একজন মুসলমানের যা আদর্শ থাকা প্রয়োজন তিনি তা বজায় রাখতে সচেষ্ট ছিলেন।

কবি ফররুখ দাদির কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। দু’বছর গ্রামে তার সর্ম্পকীয় দাদা মোল্লাজী আবদুস সামাদ পাঠদান করেন তাকে। তিনি কবির প্রথম শিক্ষক। তাঁর মেধার প্রখরতা দেখে সামাদ সাহেব তাকে খুব স্নেহ করতেন। স্মৃতি ও সৃজনী শক্তি উভয়টাই ছিল প্রবল। এভাবে গ্রাম্য জীবনের লেখাপড়ার ইতি টেনে ফররুখ চলে যান ‘তালতলা মডেল স্কুল’ কলকাতায়। কিন্তু মেট্রিকুলেশন পরীক্ষায় ফররখ কঠিন রোগে জলবসনেত আক্রান্ত হন। অসুস্থতার কারণে তার পরীক্ষায় অংশ গ্রহণ করা সম্ভবপর হলো না। পরে তিনি খুলনায় চলে যান এবং খুলনা জেলা বালিগঞ্জ হাইস্কুল থেকে মেট্রিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

কবি ফররুখের মেধা শক্তি ছিল প্রখর। ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী । মেধাবী হওয়ার কারণেই তিনি ক্লাসের ফাস্ট বয় ছিলেন। খুলনা জেলা স্কুল থেকে প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার পর রিপন কলেজ কলকাতা থেকে আই.এ. পাশ করেন (১৯৩৯ইংরেজী )। তিনি স্কটিশ টার্চ ও সেন্টপল কলেজেও অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি কলকাতা স্কটিশ চার্ট কলেজে প্রথমে দর্শন এবং পরে ইংরেজীতে অনার্স নিয়ে বি.এ তে ভর্তি হন । কিন্তু অনিবার্য কারণে তিনি অনার্স পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেননি। এখানে এসেই তার শিক্ষাজীবনের ছন্দপতন ঘটলো। তিনি লেখাপড়ার ইতি টানলেন। লেখাপড়ায় অগ্রসর হয়ে উচ্চতর ডিগ্রী লাভ করা তার পক্ষে সম্ভব হল না।

কবি ফররুখ স্কুল জীবনে লেখাপড়ায় যেমন মত্ত থাকতেন বেশি সময়। ঠিক তদ্রুপ পাঠ্য বই ছাড়াও তিনি অন্যান্য বই অধ্যয়নে মগ্ন থাকতেন। হাইস্কুলে অধ্যয়নকালে তিনি বিভিন্ন পাঠাগারে নিয়মতি গল্প, উপন্যাস ও কবিতার বই পাঠ করতেন। বই পাঠ করা তার কাছে ছিল নেশার মতো। নিজেও পাঠ করতেন, বন্ধু ও সহপাঠিদেরকেও বই পড়াতেন। প্রচুর লেখাপড়ার করতেন।যখন মন চাইতো তখনই বসে যেতেন কাগজ-কলম নিয়ে। এমনকি প্রায়ই সারারাত নির্ঘম থাকতেন। রাত জেগে লিখতেন, পড়তেন।তবে লেখাপড়ার সমাপাপ্তি ঘটলে তিনি কাব্য চর্চার ঝোক কিন্তু বহুগুণে বেড়েই চললো। কাব্যরচনার মাধ্যমে তিনি তার প্রতিভার বিকাল ঘটালেন।

শিক্ষাজীবনের বিরতির পর তিনি ১৯৪৩ সালে আইজি প্রিজন অফিস এবং ১৯৪৪ সালে সিভিল সাপ্লাইতে ১বছর চাকুরী করেন। ১৯৪৫ সালে মাসিক মোহাম্মদির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এখানে একবছর চাকুরী করেন। তিনি নিজেকে সর্বদা মুক্ত রাখতে ভাল পেতেন। চাকুরীর ধরাবাঁধা নিয়ম কানুন তার নিকট ছিল অসহনীয় । তাই তিনি উভয় চাকুরীই ইস্তফা দিয়ে দেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পরপরই তিনি প্রথমে অনিয়মিত এবং পরে নিয়মিত নিজস্ব শিল্পী হিসেবে রেডিও পাকিস্তান ঢাকায় চাকুরী নেন। এখানে বেশ কয়েক বছর সক্রিয়তার সাথে কাজ করেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী হিসেবে কাজ করেন।

কবির প্রধান কাজ ছিল কাব্য চর্চা। তিনি প্রচার শক্তি বা লিখনী শক্তির মাধ্যমে ইসলামী আদর্শ প্রকাশকে প্রচারের হাতিয়ার মনে করতেন। কবি ছিলেন একজন আদর্শ সাহিত্য ও কাব্য এবং মানবতাবাদি কবি । তার প্রথম জীবন থেকেই কাব্য চর্চা করতেন। তার কবিতায় রোমান্টিকতা বাস্তবতা, বিদ্রোহী চেতনা ও ঐতিহ্যে উজ্জীবনের প্রেরণা কাজ করেছে। শব্দগুচ্ছ, বাক-প্রতিমার শিল্প কবিতার উপজীব্য আভরণে, প্রতিকী উপস্থাপনায়, শব্দপ্রয়োগে সফল ও স্বার্থক।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

ঘুমঘোরে আচ্ছন্ন এ জাতির প্রতি কবির বিস্ময়ভরা জিজ্ঞাসা- ‘দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না? তবু তুমি জাগলে না’?

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী!

এখনো তোমার আসমান ভরা মেঘে?

সেতারা, হেলাল এখনো উঠেনি জেগে?

তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে,

অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।

তাঁর কাব্য ক্ষেত্রকে নীরিহ দরিদ্র লোকদের চরিত্র ফুটিয়ে তুলেছেন। কবিতার মাধ্যমে অন্যায় অসত্যের প্রতিবাদ করতেন। কবি তার লেখনীর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন।

তাঁর কবিতার একটি অংশ- “ধ্বংসের নকীব তুমি হে দুর্বার, বৈশাখ সময়ের, বালুচরে তোমার কঠোর কন্ঠে শুনি আজ প্রকুন্ঠিত প্রলয়ের ডাক’।

তিনি সাম্যবাদী আদর্শে গভীর বিশ্বাসি। তাই তিনি মানুষের মাঝে ধনী দরিদ্রের ব্যবধান ভেঙে চুরমার করে দেয়ার জধ্য কবিতায় গেয়ে ওঠেছেন-‘ইসলাম বলে সকলে সমান,কে বড় ক্ষুদ্র কেবা মানুষ, ইসলাম বলে সকলে সমান, কে বড় ইসলাম বলে কে বড় ক্ষুদ্র কেবা মানুষ, ইসলাম বলে সকলে সমান, কে বড় ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া নামিল শশী’।

কবি কাব্য প্রতিভা দিয়ে বড়দের যেমন আকৃষ্ট করেছিলেন তেমনি আকৃষ্ট করেছিলেন ছোটদের মনকে। ছোটদের জন্যও লিখেছেন অনেক।

ফররুখের গ্রন্থাবলী: সাত সাগরের মাঝি (ডিসেম্বর, ১৯৪৪), সিরাজাম মুনীরা (সেপ্টেম্বর, ১৯৫২), নৌফেল ও হাতেম (জুন, ১৯৬১), মুহূর্তের কবিতা (সেপ্টেম্বর, ১৯৬৩), ধোলাই কাব্য (জানুয়ারি, ১৯৬৩), হাতেম তায়ী (মে, ১৯৬৬), নতুন লেখা (১৯৬৯), কাফেলা (অগাস্ট, ১৯৮০), হাবিদা মরুর কাহিনী (সেপ্টেম্বর, ১৯৮১), সাগরের মাঝি নয়া জামাত, সিন্দাবাদ, সংকলন, কাফেলা শিশু কিশোরদের জন্য ছড়ার আসর (১,২,৩ খন্ড ), আলোকলতা, খুশির ছড়া, ছবির দেশে, মজার ছড়া, পাখির বাসা ছড়া, রংমশাল, হেরফের ছড়া।

কালজয়ী মানবতাবাদী কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করি। রাহমানুর রাহিম কবি ফররুখকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে প্রলোভনের ফাঁদে নারীদের সাথে সখ্যতা! ফাঁসির দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে প্রলোভনের ফাঁদে নারীদের সাথে সখ্যতা! ফাঁসির দাবিতে মানববন্ধন

মৎস্য সম্পদ রক্ষায় সফল অভিযানে মোহাম্মদ আলমের দায়িত্বশীলতা

মৎস্য সম্পদ রক্ষায় সফল অভিযানে মোহাম্মদ আলমের দায়িত্বশীলতা

গোয়ালন্দে উপজেলা কৃষকলীগের সভাপতি গ্রেফতার

গোয়ালন্দে উপজেলা কৃষকলীগের সভাপতি গ্রেফতার

লক্ষ্মীছড়িতে ধর্ষণ করে ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীছড়িতে ধর্ষণ করে ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার

হিজলায় ঔষধ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

হিজলায় ঔষধ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

পিরোজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

পিরোজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

পিরোজপুরের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্যের এক অনন্য মুখপত্র সাহিত্যশৈলী'র মোড়ক উন্মোচন জেলা স্কাউটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকালে ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রকাশিত স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরণ সংখ্যা তথা সাহিত্যশৈলী সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান    কবি- সাহিত্যিক- শিল্পী-সাংবাদিক -সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবৃন্দের উপস্থিতিতে জেলা স্কাউটস কার্যালয় পিরোজপুরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।   সাহিত্যশৈলী, একটি সাহিত্য -সাংস্কৃতিক ও

রফিকুদ্দৌলা রাব্বীর কণ্ঠে ছন্দময় স্মৃতি আজও জীবন্ত: স্মরণ সভায় বক্তারা

রফিকুদ্দৌলা রাব্বীর কণ্ঠে ছন্দময় স্মৃতি আজও জীবন্ত: স্মরণ সভায় বক্তারা

আলোচনা, স্মৃতিচারণা এবং আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হলো নওগাঁর প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক রফিকুদ্দৌলা রাব্বীকে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত নাগরিক স্মরণসভায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রফিকুদ্দৌলা রাব্বী স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. ময়নুল হক দুলদুল। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহবায়ক কমিটি গঠন

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহবায়ক কমিটি গঠন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর অনুমতি সাপেক্ষে সম্প্রতি গঠিত হয়েছে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহবায়ক কমিটি। গত মঙ্গলবার (৫ নভেম্বর) গঠিত এই ১২ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির লক্ষ্য হবে জাতীয়তাবাদী চেতনায় সৃজনশীল প্রকাশনার প্রচার এবং উন্নয়ন করা। নতুন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান সরদার মিলন (শিকড়

কবি ফররুখ আহমদ স্মরণে বাংলা একাডেমিতে সেমিনার

কবি ফররুখ আহমদ স্মরণে বাংলা একাডেমিতে সেমিনার

বাংলা সাহিত্যের উজ্জ্বল তারকা, কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৭শে অক্টোবর রবিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে কবি ফররুখ আহমদের সাহিত্য ও প্রতিভাকে স্মরণ করার জন্য আয়োজন করা হয়, যেখানে কবির সৃষ্টি ও তার সাহিত্যকর্মের গভীরতা আলোচনা করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কুদরত-ই-হুদা। তাঁর আলোচনায় ফররুখ আহমদের কবিতার

সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ

সাপাহারে কণ্ঠশিখনের দেয়ালপত্রিকা প্রকাশ

সাপাহারে আবৃত্তি প্রতিষ্ঠান কণ্ঠশিখন-এর দেয়ালপত্রিকা “প্রজাপতি” প্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার  দুপুরে প্রতিষ্ঠানের কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাপাহার প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ তছলিম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপাহার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দিন। কণ্ঠশিখনের নির্বাহী পরিচালক মাহফুজ ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চোধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক

সর্বশেষ সংবাদ

পাকিস্তান সেনার হাতে ধ্বংস ৩০টি ভারতীয় কামিকাজে ড্রোন, প্রাণ গেল দুজনের

পাকিস্তান সেনার হাতে ধ্বংস ৩০টি ভারতীয় কামিকাজে ড্রোন, প্রাণ গেল দুজনের

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মননে ও ভাবনায় প্রাসঙ্গিক থাকবেন চিরকাল

রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মননে ও ভাবনায় প্রাসঙ্গিক থাকবেন চিরকাল

ধনবাড়ীতে পিতার বিরুদ্ধে কন্যা ধর্ষণের মর্মান্তিক অভিযোগ

ধনবাড়ীতে পিতার বিরুদ্ধে কন্যা ধর্ষণের মর্মান্তিক অভিযোগ

বনানী বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডে অভিযুক্ত নারী শিক্ষার্থী গ্রেফতার!

বনানী বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডে অভিযুক্ত নারী শিক্ষার্থী গ্রেফতার!