
প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১৫:২৩

জানাযা নামাজ ফরজে কেফায়া। জানাযা নামাজ পড়ায় রয়েছে অনেক সাওয়াব। কিন্তু অনেকেই জানাযার দোয়া না জানার কারণে তাতে অংশগ্রহণ করে না। অনেকেই আবার জানাযায় অংশগ্রহণ করতে বিব্রতবোধ করেন। অথচ দোয়া না জানলেও জানাযায় তাকবির বলে অংশগ্রহণ করলে জানাযা আদায় হয়ে যায়। তবে প্রত্যেক মুমিন মুসলমানের উচিত জানাযার দোয়াগুলো জেনে নেয়া। যাদের জানাযার দোয়াগুলো জানা নেই, তাদের জন্য রয়েছে সহজ ও ছোট্ট একটি দোয়া-

ইনিউজ ৭১/এম.আর