টঙ্গীর ইছতেমা ময়দানে সাদপন্থীদের অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত ও নিহতের ঘটনার প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ হেফাজতে ইসলাম, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তাওহিদি জনতা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কালকিনি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কালকিনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে হেফাজতে ইসলাম ও ওলামায়ে কেরামের নেতারা সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা টঙ্গীতে ইছতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থীদের হামলার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন। তারা সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আমাদের ধর্মীয় ঐক্য ও শান্তি বিনষ্ট করছে। সরকারকে অবিলম্বে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
বক্তারা আরও উল্লেখ করেন, সাদপন্থীদের দ্বারা ঘটিত হামলার বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম খান, এবং কালকিনি হেফাজতে ইসলামের সভাপতি গোলাম হোসেন। এসময় মাদ্রাসা প্রধান, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তাওহিদি জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা প্রশাসনকে সাদপন্থীদের কার্যক্রম দ্রুত বন্ধের আহ্বান জানান এবং টঙ্গীর ইছতেমা ময়দানে ঘটিত হামলায় নিহত ও আহতদের পরিবারকে সুবিচার দিতে কঠোর হস্তক্ষেপের দাবি করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।