সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় ফায়ার কর্মীর মৃত্যু, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ১১:২০ পূর্বাহ্ন
সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় ফায়ার কর্মীর মৃত্যু, চালক আটক

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিসের কর্মী মো. সোহানুজ্জামান নয়ন মারা গেছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়া ট্রাকচালককে শিক্ষার্থীরা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন।  


বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলনে জানান, নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।  


তিনি বলেন, "নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"  


এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ার সার্ভিস কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।  


ঘটনার সময় ট্রাকচালক দ্রুত পালানোর চেষ্টা করছিলেন। গণপূর্ত ভবনের সামনে শিক্ষার্থীরা তাকে আটক করেন। তারা মোটরসাইকেলে করে চালককে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। উত্তেজিত জনতা চালককে মারধরের চেষ্টা করলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  


সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। আগুনের তীব্রতার কারণে ভবনের আট ও নয়তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে থাকা নথিপত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।  


মহাপরিচালক জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তবে এমন একটি দুর্ঘটনা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক।  


সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের অগ্নিকাণ্ড এবং সংশ্লিষ্ট দুর্ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। আগুনের কারণ খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর সুপারিশ আশা করা হচ্ছে।