ধামইরহাটে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৪ঠা অক্টোবর ২০২১ ০৪:৪৯ অপরাহ্ন
ধামইরহাটে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৪ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় ধামইরহাট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল গণি’র সভাপতিত্বে ৩২ টি ম-পে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রাকিবুল হুদা। 


এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে সম্প্রীতির একটি দেশ, বর্তমান জনবান্ধব সরকার অন্যান্য ধর্মের মতো হিন্দু সম্প্রদায়কেও সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছেন, সেই ধারাবাহিকতায আইনগত যে কোন সহযোগিতা করতে ধামইরহাট থানা পুলিশ বদ্ধ পরিকর।’ 


সনাতন ধর্মাবলম্বীরা যাতে করে নিরাপত্তার সাথে পূজা অনুষ্ঠান উদযাপন করতে পারে সে লক্ষে সকল মন্ডপের সভাপতি-সম্পাদক নিয়ে নিরাপত্থা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা কমিটির সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী রামজনম রবিদাস, থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী, এস.আই মোকারম হোসেন,  সবুজ মিয়া, হারুন উর রশিদ, নাজমুল হক, এস. আই আলমগীর হোসেন, এস. আই মাসুদ রানাসহ জেলা বিশেষ শাখার এএসআই জালাল উদ্দিন (ডিএসবি) সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকগণ।