প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১২:৪২
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে বাংলাদেশের জনগণ চায় না। তার লজ্জাবোধ থাকলে তিনি এদেশে সফরে আসবেন না। বললেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি জুনায়েদ আল হাবিব।
সোমবার (২২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।সুনামগঞ্জের শাল্লার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন তিনি। এ ঘটনায় হেফাজতে ইসলামীকে কতিপয় মহল জড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসকারী মুসলিম গণহত্যার মূল নায়ক মোদি।তবে তার সফরের বিরোধিতা করে রাজপথে কোনো কর্মসূচি দেয়া হবে না।আশা করছি সরকার জনগণের ভাষা বুঝবে, স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করবে না।