দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি ঈদ উপহার ভিজিএফ’র চাল জব্দ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এই চালগুলো জব্দ করেন।
এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ চলছিল। কিছু অসাধু ব্যবসায়ী এসব চাল কিনে মজুদ করার চেষ্টা করেন। পরে উপজেলা প্রশাসন ওই স্থানে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। অভিযোগ রয়েছে, চালগুলো মজুদ করার জন্য কয়েকজন লোক নিয়োগ করা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জানান, অভিযানের সময় চালগুলো পাওয়া যায়, কিন্তু মজুদকারীরা সটকে পড়েন। তিনি আরও বলেন, “চালগুলো মাদরাসা, এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হবে।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।