ওমানে প্রবাসী বাংলাদেশীদের প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার গোলাম রব ভাই। বাংলাদেশীদের মধ্যে ইঞ্জিনিয়ার গোলাম রব প্রথম ব্যক্তি যে ওমানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (PMP®) হিসেবে সার্টিফাইড হয়ে বাংলাদেশীদের মর্যাদা বাড়িয়েছেন। ইঞ্জি: গোলাম রব সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার দর্শিকা গ্রামের সন্তান। ইঞ্জি: গোলাম রব ওমানে অবস্থিত জার্মানির বিশ্ববিখ্যাত বিলফিঙ্গার কোম্পানীতে একজন সফল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন।
ইঞ্জিনি গোলাম রব শুভেচ্ছা ও অভিনন্দন। ওমানে এখন দিন বদলেছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশীদের শুধু এখন আর লেবার আর ক্লিনারের কাজ করায় বুঝায় না, বর্তমানে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার সফলভাবে যুগপোযোগী পেশাদারীত্বেও কাজ করে দেশের সুনাম অর্জন পাশাপাশি রেমিটেন্সের চাকা সচল রাখছে।
কি এই সার্টিফিকেশন বা সনদ ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল’ (পিএমপি)?
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) কোর্সটি সারা বিশ্বে অত্যন্ত মর্যাদার ও স্বীকৃত একটি সার্টিফিকেশন কোর্স। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট ও সীমাবদ্ধ সম্পদের আলোকে কীভাবে টিমকে নেতৃত্ব দিয়ে সফলভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় তাহাই মূল বিষয়বস্তু. ‘পিএমপি’ সার্টিফিকেশন নতুন চাকরি, বর্তমান কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বজুড়ে চাকরিদাতা এবং উদ্যোক্তাদের নিকট সর্বাধিক চাহিদা সম্পন্ন প্রফেশনাল ডিগ্রিগুলোর মধ্যে শীর্ষস্থানীয়।
বর্তমান বিশ্বে সফলভাবে প্রকল্প সম্পন্ন করার গুরুদায়িত্ব পালন করেন নির্ধারিত প্রজেক্ট ডিরেক্টর বা প্রকল্প পরিচালক কিংবা প্রজেক্ট ম্যানেজার বা প্রকল্প ব্যবস্থাপক, যাঁরা সারা বছরই সরকারি অনেক কাজ পেতে পারেন। বিশ্বজুড়ে প্রকল্প ব্যবস্থাপনা এখন একটি সম্ভাবনাময় পেশা হিসেবে সমাদৃত। এ পেশায় আগ্রহী ব্যক্তিদের একটানা ২৪০ মিনিটে ২০০ টি কঠিনতম প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা পাশ করে তবেই এই বিশ্বের সর্বোচ্চ সার্টিফিকেশন বা সনদটি দেয় আমেরিকার পেনসিলভানিয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই)। প্রতিষ্ঠানটির দেওয়া সার্টিফিকেশন বা সনদের নাম ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল’ (পিএমপি)।(PMP®)
প্রজেক্ট ম্যানেজমেন্ট স্যালারি সার্ভে অষ্টম সংস্করণে বলা হয়েছে, যারা এই কোর্সটি করে থাকে তারা ২০% বেশি আয় কওে বা বেতন পায় যারা করেননি তাদের থেকে। বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার দিক দিয়ে পিএমপিগণ যেকোনো পেশাজীবীর থেকে এগিয়ে থাকেন। দিন বদলেছে। সময় এসেছে নিজেকে তুলে ধরার। কিন্তু কিভাবে? হালে এমন শতেক পদ্ধতি রয়েছে নিজেকে চেনানোর, জানানোর এবং তুলে ধরার। তবে সনাতন পদ্ধতিতে এসব করলে হবে না। কারোর নজরেই পড়বে না। একটু ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে করলে কাজটাও সুন্দর হয়, সবার চোখেও পড়ে।
এই যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ। ধরে নেওয়া যায়, মোটামুটি সবাই প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন। কাজও করেন। কিন্তু এই কাজটিই যদি হয় বৈজ্ঞানিক উপায়ে, প্রথাগত রীতিনীতি অনুসরণ করে, একটি ফরম্যাটের মধ্যে করা হয় তাহলে তার উপস্থাপনও যেমন সুন্দর হয় তেমনি সেই কাজটি দেখে সবাই দ্রুত বুঝতে পারে প্রজেক্টির গতি-প্রকৃতি, ভবিষ্যত, কতদিনে কাজটি শেষ হবে ইত্যাদি ইত্যাদি।
তাই প্রজেক্ট ম্যানেজারদের প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ভালোভাবে জানতে চায়। এ বিষয়ক যদি কোনও সার্টিফিকেশন থাকে তাহলে তো আরও ভালো। পেশাদারীত্বেও সঙ্গেই কাজটি করা যায়। প্রজেক্ট ম্যানে জারদের জন্য খুবই কার্যকরী একটি যুগপোযোগী কোর্স হলো পিএমপি ( প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল)।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।