সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ কেলেঙ্কারি: আলজাজিরার অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৫ অপরাহ্ন
সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ কেলেঙ্কারি: আলজাজিরার অনুসন্ধান

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের অভিযোগ নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে জানা যায়, ২৫০ মিলিয়ন ডলার খরচ করে তিনি যুক্তরাজ্যে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩ হাজার কোটি টাকার সমান।


আলজাজিরার দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে, সাইফুজ্জামান চৌধুরী, যিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত, ২০১৭ সালের পর থেকে সম্পদ সংগ্রহে নেমে পড়েন। ২০১৯ সালে মন্ত্রী হওয়ার পর তার সম্পদের পরিমাণ আরও বৃদ্ধি পায়। তার সেক্রেটারি হিসেবে কাজ করা অবস্থায়, তিনি উল্লেখ করেন, “শেখ হাসিনা আমার বস… তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে।”


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান আলজাজিরার ছদ্মবেশী সাংবাদিকদের জানান যে, তিনি কুমিরের চামড়ার তৈরি জুতার জন্য হাজার হাজার ডলার ব্যয় করেন এবং লন্ডনের সবচেয়ে দামী দোকান থেকে ইতালিয়ান স্যুট তৈরি করে পরিধান করেন। সাংবাদিকরা তাকে লন্ডনের সেই বিলাসবহুল বাড়ি ঘুরে দেখাতে যান, যেখানে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং রোলস রয়েস গাড়ির জন্য নিরাপদ পার্কিং।


এদিকে, সাইফুজ্জামান চৌধুরী তার বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ অর্জনের দাবি করেছেন। তবে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। এর ফলে, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করা হয়েছে।


এটি মনে করিয়ে দিচ্ছে যে, ছাত্র-জনতার গণবিপ্লবের সময়, যখন শেখ হাসিনা ভারত পালিয়ে যান, তখনও সাইফুজ্জামান দেশ ছেড়ে চলে যান। তার এই কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। সাইফুজ্জামান চৌধুরীর এই সম্পদের কেলেঙ্কারির তদন্তে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্ক এবং ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন উঠেছে।


এখন দেখার বিষয়, এই কেলেঙ্কারি প্রকাশের পর দেশে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় এবং জনগণের মধ্যে এর প্রভাব কতটুকু পড়ে।