
প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ৪:১৯

১৫ আগস্ট বাহরাইন বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর সংগ্রামমুখর জীবন, আদর্শ ও কর্ম সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনাসভার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান সভাপতিত্বে দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলামে সঞ্চালনায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাহরাইনের বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব