প্রকাশ: ৯ অক্টোবর ২০২০, ২১:৩২
সারাদেশে ধর্ষণ, অত্যাচার, অবিচারের সঙ্গে যুক্তরা সরকারের আশ্রয় প্রশ্রয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন সরকারের আশ্রয়-প্রশ্রয়ের কারণে তারা আরও বেশি অপকর্ম করতে উৎসাহিত হচ্ছে।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
সার্কুলারে এমনটা লিখেছে যে, শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে কোনও ধরনের বক্তব্য দিতে পারবে না যেখানে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এর থেকে বোঝা যায় ছাত্রদের, কিশোরদের, তরুণদের কীভাবে নিয়ন্ত্রণ করতে চায় সরকার। শুধু তাই নয়, আজ আমাদের সাংবাদিক ভাইয়েরা, রাজনীতিবিদেরা এবং যারা আইন পেশায় আছেন তারা তাদের মত প্রকাশ করতে পারছেন না।'মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিনসহ দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।