নভেল করোনা ভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে ও নিরাপদ থাকতে চীনের ক্ষমতাসীন কমিউনিষ্ট পার্টি জাতীয় পার্টিকে হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক উপহার দিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকাস্থ চীনা দূতাবাসে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী গ্রহণ করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ এবং জাতীয় পার্টি চেয়ারম্যান-এর একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব।
চীনা কমিউনিষ্ট পার্টি উপহার হিসেবে জাতীয় পার্টিকে ৫০ কার্টুন হ্যান্ড স্যানিটাইজার ও ৩ কার্টন সার্জিক্যাল মাস্ক দিয়েছে। এসময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ চীনা কমিউনিষ্ট পার্টি ও দূতাবাস কর্মকর্তাদের ধন্যবাদ জানান।