জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে পুরোপুরি যোগ্য বলে দাবি করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ না করে, তাহলে তা কোনো গোষ্ঠীর প্রভাবে পরিচালিত হচ্ছে বলে ধরে নিতে হবে। আমরা সেটা মেনে নেব না।”
মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এই মন্তব্য করেন।
জোট গঠনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অথবা জোটবদ্ধভাবে অংশ নেবে কি না, তা নিয়ে কেন্দ্রীয় নেতারা এখনো আলোচনা করছেন। তবে নভেম্বরের মধ্যেই সব জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সৎ ও ভালো মানুষরা চাইলে একটি কার্যকর রাজনৈতিক দল গঠন করতে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো সংস্করণ এখন আর প্রাসঙ্গিক নয়। এনসিপি জনগণের প্রত্যাশার ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে।”
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।