জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এককভাবে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আজ শপথ নেবেন না। স্পিকারের কাছ থেকে সময় নিয়ে তিনি পরে শপথ নেবেন বলে জানা গেছে। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বলেছিলেন, স্যার (এরশাদ) বিকেল ৩টায় এককভাবে শপথ নেবেন।
নানা গুঞ্জন থাকলেও এরশাদ শারীরিক কারণে শপথ নেওয়া পিছিয়েছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে জাতীয় পার্টির সিনিয়র কোনো নেতাদের কাছ থেকে সদুত্তোর পাওয়া যায়নি। এদিকে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথ নিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের কক্ষে বৈঠকও করেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব