আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী

রাহাদ সুমন,বানারীপাড়া
রাহাদ সুমন,বানারীপাড়া, উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৫

শেয়ার করুনঃ
আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী

আগামীকাল রবিবার (২৬ অক্টোবর), বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, কৃষককুলের নয়নের মনি শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। শের-ই-বাংলা ফাউন্ডেশন এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শের-ই-বাংলার সমাধীতে পবিত্র কোরআন তেলাওয়াত, জিয়ারত, দোয়া মাহফিল, তবারক বিতরণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় সমাধী প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ র‌্যালি ও পুষ্পার্ঘ অর্পণ করা হবে।

এছাড়া ফাউন্ডেশন বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনস্টিটিউট ও ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ আলোচনা সভা, রচনা ও কবিতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
বাদ জোহর চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শের-ই-বাংলার দৌহিত্র এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু সব ভক্ত, রাজনৈতিক অনুসারী ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানটি জাতীয় ঐতিহ্য ও শের-ই-বাংলার ভাবমূর্তিকে প্রজ্বলিত করার এক মহৎ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য মেডিক্যাল ক্যাম্প

সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য মেডিক্যাল ক্যাম্প

পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর উদ্যোগে এক দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। খাগড়াছড়ি সদর জোনের অধীনস্থ ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের আয়োজনে পরিচালিত এ ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৮ আসামি গ্রেফতার

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ৮ আসামি গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) মধ্যরাতে থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস. এম. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি চৌকস দল হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হাকিমপুর উপজেলা ও পৌর শহরের বাসিন্দা। পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম

নদীতে নামার প্রস্তুতি জেলেদের, উৎসবের আমেজ নদীপারে

নদীতে নামার প্রস্তুতি জেলেদের, উৎসবের আমেজ নদীপারে

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। রাজবাড়ীর পদ্মা নদীসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার জেলে নদীতে নামার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। নৌকা ও জাল মেরামত করে তারা অপেক্ষা করছেন রাত পোহানোর। প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয়

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দেবীদ্বারে লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দেবীদ্বারে লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী পৌরসভার ভিংলাবাড়ি, আলিয়াবাদসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে ওই লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন,

হিলিতে বিদুৎস্পৃষ্টে নিহত-১ আহত ৬ জন

হিলিতে বিদুৎস্পৃষ্টে নিহত-১ আহত ৬ জন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুকুরের পানি নিষ্কাসন (সেচতে) গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে পুকুরের মালিকসহ ৫-৬ জন শ্রমিক আহত হয়েছে। ঘটনা স্থল আহতদের উদ্ধার করে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদ (৬৫) কে মৃত ঘোষণা করেছেন। এঘটনায় আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।  শনিবার (২৫