পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না—প্রয়োজনে রাস্তায় নামতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়। তাদের নিজস্ব দল রয়েছে, যারা সর্বোচ্চ সুবিধা ভোগ করছে। সরকার সেই দলের পরামর্শে চলছে এবং একটি পাতানো নির্বাচনের আয়োজন করছে। এর থেকে মুক্তি না পেলে দেশ ধ্বংসের দিকে যাবে।”
তিনি আরও বলেন, “যেভাবে শেখ হাসিনার সময়ে ফ্যাসিবাদী নির্বাচন হয়েছিল, এবার তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে বাদ দেওয়া কোনো সমাধান নয়। অপরাধীদের বিচার ও নিরপেক্ষ নির্বাচনই হতে পারে একমাত্র পথ।”
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধের দিকেই যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। প্রতি মাসে খুন হচ্ছে মানুষ, অর্থনীতি স্থবির, কারখানা বন্ধ, বিনিয়োগ বন্ধ। টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে—এটাই প্রমাণ দেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে।”
জিএম কাদের অভিযোগ করেন, “সরকারের উচিত হবে না জনগণের রায়কে উপেক্ষা করা। তারা যত দেরি করবে, দেশ তত বিপর্যয়ের দিকে যাবে।”
সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভুঁইয়াসহ দলের অন্যান্য নেতা।