
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২২:১১

কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে পূর্বের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পার্টির ভেতরে পুরনো একটি আর্থিক বিরোধের জেরে শুক্রবারের বৈঠকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং পরে সংঘর্ষে গড়ায়। এতে উভয় পক্ষের সদস্যরা একে অপরের ওপর চড়াও হন।
জানা যায়, প্রায় তিন মাস আগে এনসিপির বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেন। পরে বিষয়টি ঢাকা মহানগর উত্তরের এক নেতা শোয়েবের কাছে তুলে ধরা হলে তিনি মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেন।
অভিযোগ অনুযায়ী, রিয়ান বংশালের ওই নেতাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেন এবং পরবর্তীতে তাদের জিম্মি করার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝে বংশালের নেতারা সেখান থেকে পালিয়ে আসেন এবং পরবর্তী সময়ে টাকার ফেরতের দাবি জানিয়ে আসছিলেন।
তবে একাধিকবার চেষ্টা করেও টাকা ফেরত না পাওয়ায় দুই পক্ষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। শুক্রবার কনভেনশন হলে রিয়ান ও বংশালের নেতারা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মৌখিক বাকবিতণ্ডা দ্রুত হাতাহাতিতে পরিণত হয় এবং উপস্থিত সদস্যরা হস্তক্ষেপ করেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

সংঘর্ষের ঘটনায় এক সদস্য আহত হন এবং তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে শাহবাগ থানার সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে এবং কনভেনশন হলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি’র কেন্দ্রীয় কমিটি ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। নেতৃত্বের ভেতরে সৃষ্ট এই বিভাজন দলটির কার্যক্রমে নতুন করে অস্থিরতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।