দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) মধ্যরাতে থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস. এম. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি চৌকস দল হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হাকিমপুর উপজেলা ও পৌর শহরের বাসিন্দা।
পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। সকল আসামিকে আজ শনিবার ২৫ অক্টোবর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।