বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের সুরক্ষায় এবং দক্ষ মানবসম্পদ গঠনে উপযুক্ত শিক্ষাব্যবস্থা অপরিহার্য।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। শিক্ষা হবে এমন, যা সৃজনশীলতা জাগ্রত করবে এবং দেশের উন্নয়নে প্রত্যেক নাগরিককে সক্ষম করে তুলবে।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।