
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন পুনরায় সাংগঠনিক পদসহ সব দায়িত্ব ফিরে পেয়েছেন। ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত সব দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে শনিবার (২২ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে পুনরায় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।
