প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৫

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক গড়লেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। রোববার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের সকালে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করেন তিনি। এই উইকেটই তাকে ইতিহাসের নতুন অধ্যায়ে পৌঁছে দেয়।
