
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয় এবং চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। ঘটনাটি খুবই সংবেদনশীল হওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গণসংযোগ চালানোর সময় হাদির ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলে করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাটি সম্পর্কে তথ্য পাওয়া গেছে, তবে নিশ্চিত হতে টিম পাঠানো হয়েছে। তারা নিশ্চিত তথ্য দিলে বিস্তারিত জানানো হবে। এদিকে, হামলার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটের দিকে ডিআর টাওয়ার সংলগ্ন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মুহূর্তেই হামলাকারীরা সটকে পড়ে।

জুলাইর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকার জন্য পরিচিত ছাত্রনেতা ওসমান হাদি দীর্ঘদিন ধরেই রাজপথে সক্রিয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে তার বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচন সামনে রেখে তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত ছিলেন।
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন হাদি। তিনি জানান, তাকে হত্যা, বাড়িতে আগুন লাগানো এবং পরিবারের নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেওয়া হয়। এতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
ফেসবুক পোস্টে হাদি উল্লেখ করেছিলেন, আওয়ামী লীগের খুনিরা তাকে নজরদারিতে রেখেছে বলে মেসেজে জানানো হয়েছে এবং মোট ৩০টিরও বেশি বিদেশি নম্বর থেকে হুমকি এসেছে। এসব হুমকির পরও তিনি নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিলেন।