
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) নির্বাচনী প্রচারণার মধ্যে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
