প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২০:৩১
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠককে ফলপ্রসূ ও ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের রাজনৈতিক অস্থিরতা কমে আসবে এবং অর্থনীতিও চাঙ্গা হবে।