প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:১৯
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা থেকে দরগাহপুর সড়কের ২ কিলোমিটার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর ট্রেডার্স। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির মালিক শেখ সোহেল সাবেক স্বৈরশাসকের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নিম্নমানের কাজ করে আসছেন।