
প্রকাশ: ২২ জুন ২০১৯, ২১:৩৭

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। তারা তাদের গঠনতন্ত্র থেকে ৭ নং ধারা বাদ দিয়ে এটা প্রমাণ করেছে। তিনি বলেন, আন্দোলন করে যদি তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারে, তাহলে করুক। ১০ বছর ধরে তো তাদের আন্দোলন দেখছি। শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের ৭০ বছর উপলক্ষে সব আয়োজন সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। ঢাকা থেকে শুরু করে প্রতিটি উপজেলায় সাজসজ্জা করা হয়েছে। কেন্ত্রীয়ভাবে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব