হুসেইন মুহম্মদ এরশাদের দলে পদ পেয়েছেন দেশের আলোচিত-সমালোচিত ব্যক্তি আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন তিনি। পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম.এ. রাজ্জাক খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। জাতীয় সাংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক নাজমুল খান সংগঠনের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে হিরো আলমকে কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেন। যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
গত ডিসেম্বর জাতীয় নির্বাচনে অংশ নেন হিরো আলম। চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন নেন তিনি। কিন্তু দল থেকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র নির্বাচন করেন। পরে কারচুপির অভিযোগে এনে ভোট বয়কট করেন তিনি। এরপর স্ত্রীকে মারধরের কারণে দেড়মাস কারাভোগ করেন হিরো আলম। জেল থেকে বেরিয়েই জাতীয় পার্টির সদস্য হলেন তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।