গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাগরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬টি বুথে বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৪৫টি। এই ভোটকেন্দ্রে মোট ৭০ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেছেন।
রোববার বিকালে প্রিজাইডিং অফিসার খন্দকার রেজাউল ইসলাম ও সাদেক হোসাইনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তারা জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৮০০ জন। সেখানে পুলিশ সদস্য ৪ জন, আনসার সদস্য ২৮ জন, প্রিজাইডিং ও পোলিং অন্যান্য ৩৮ জন ভোট সংগ্রহ করতে আসেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোয়াজ্জেম হোসেন পলাশ ও ভাইস চেয়ারম্যান এডভোকেট মাসুদুল আলম মাসুদ। আজ শুধু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শর্মিলা রোজারিও এবং শর্মিলি দাস মিলির মধ্যে ভোট চলে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।