বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনারা যারা মামলা মোকাদ্দমায় ভয় পান তারা দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। যারা ভয় পান না আগামী দিনে তারাই দায়িত্ব পালন করবেন।’ আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বেগম খালেদা জিয়ার সুচিকৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গয়েশ্বর এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গত ৩০ ডিসেম্বরে নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কেননা এখন বিএনপি নয়, গোটা দেশের মানুষের ওপর দুঃশাসন চলছে। এ থেকে রক্ষা পেতে হলে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তাই আমি বলব, ভয় পেলে দায়িত্ব ছাড়ুন, নির্ভীকরা দায়িত্ব নেবেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে বলবো যারা মামলা মোকাদ্দমা উপেক্ষা করে রাজপথে থেকে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে জোরদার করবে তাদের দায়িত্ব দেন।’ গয়েশ্বর চন্দ্র রায়ের পর প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে খুশির বিষয় হচ্ছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এগিয়ে এসেছেন। আমরা সবাই জানি খালেদা জিয়ার মামলাগুলো সবই মিথ্যা।’
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে উল্লেখ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রমাণ করব দেশের মানুষ তাদের প্রয়োজনে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে মুক্ত করবে।’ এরপর অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান মির্জা ফখরুল। অনশনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটি সদস্য নিপুন রায় চৌধুরী, কৃষক দলের তকদির হোসেন মোহাম্মদ জসিম ও আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ। এর আগে সকাল ১১টায় নয়াপল্টনে ঢাকা জেলার অন্তর্গত দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।