গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলায় আহত কাসেমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , গাজীপুর
প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলায় আহত কাসেমের মৃত্যু

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার সময় আহত আবুল কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।  


শুক্রবার রাত সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার একটি দল। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে, যাতে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।  


স্থানীয়দের দাবি, শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা হঠাৎ করেই সাবেক মন্ত্রীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে ডাকাতের হামলার গুজব ছড়িয়ে দেয়। এতে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীদের কিছু অংশকে আটকে মারধর করেন।  


আহতদের মধ্যে ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে আবুল কাশেমসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  


গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান জানান, সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে, এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  


প্রত্যক্ষদর্শীদের মতে, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।  


ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।  


এদিকে নিহত আবুল কাশেমের পরিবার তার মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।