শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী: মেধা ও সততায় সবার বাংলাদেশ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন
শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী: মেধা ও সততায় সবার বাংলাদেশ গড়ার আহ্বান

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের প্রতিপাদ্য হলো ‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’। তিনি বলেন, ছাত্রশিবির এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ধর্মীয়, শ্রেণি-পেশা বা ধনী-গরিবের বৈষম্য থাকবে না। এ ধরনের একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে আমরা সবার সহযোগিতা চাই, দোয়া চাই, এবং প্রতিটি নাগরিকের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার ব্যবস্থা করতে চাই। 


শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলার শহর শাখার আয়োজনে ‘ইবনে আউফ কমার্স কার্নিভাল-২৫’ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


শিবিরের সভাপতি আরও বলেন, ২৪ বছর আগে আন্দোলনে ২ হাজার শহীদ এবং হাজার হাজার আহত ছাত্র-জনতার বিনিময়ে দেশের সফলতা এসেছে। তিনি এ সফলতার প্রথম শহীদ হিসেবে আবু সাঈদের নাম উল্লেখ করেন। জাহিদুল ইসলাম বলেন, শিবির একটি মেধাবী সংগঠন, যা ছাত্রদের নিয়ে আগামী দিনের বাংলাদেশ গঠনে কাজ করতে চায়। 


তিনি বলেন, সমাজে এখন নতুন প্রজন্মকে সামনে আসতে হবে, কারণ তারা জাহেলিয়াতমুক্ত এবং সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা, যারা বহু প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করেছেন, তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। 


এছাড়া, জাহিদুল ইসলাম বলেন, গেল সাড়ে ১৫ বছর ধরে ছাত্রশিবির ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের স্বনামে দাওয়াত দেওয়ার পথও রুদ্ধ করা হয়েছিল। এমনকি ছাত্রশিবিরের বিরুদ্ধে নানান মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাদের সংগঠনকে নেগেটিভ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। 


তবে, তিনি আরও বলেন, তাদেরকে আটক করে পুলিশে তুলে দেওয়ার চেষ্টা করা হলেও বাস্তবতা হলো, বর্তমানে ছাত্রশিবির সব প্রতিকূলতা অতিক্রম করে ছাত্রসমাজের কাছে সবচেয়ে আপন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 


এ অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় ব্যবসা বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, এডভোকেট রাকিব আবদুল্লাহ, মো. আহমাদুল্লাহ আজিজি, ডা. সাইফুল্লাহ সাঈফ, সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য মো. জামসেদুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


এদিনের অনুষ্ঠান ছিল শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শক্তিশালী বার্তা প্রদানের স্থান, যেখানে শিবিরের নেতৃবৃন্দ সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।