প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ০:৩২
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সকল ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি সাধিত করেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ গড়েছেন। আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। তাই শেখ হাসিনার এসব উন্নয়ন ও অগ্রগতি দেখে খালেদা জিয়া জেলখানায় বসে ক্ষমতার লোভে পালাবার সুড়ঙ্গ খুঁজছে। শনিবার দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে রক্তদান কর্মসূচি, আলাচনা সভা, অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকগণের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি দিনাজপুর এ আয়োজন করে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব