নওগাঁ জেলার আত্রাই উপজেলার বুক চিরে বয়ে যাওয়া আত্রাই নদীর দুই তীর এখন নয়নাভিরাম সবুজের সমারোহ। চিরসবুজের দেশ বাংলাদেশের উত্তর জনপদে অবস্থিত এই অঞ্চল শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। নদীর পলিমাটি ও উর্বর চর জমিতে ধান, গম, ভুট্টা, আলু, সরিষা, মিষ্টি কুমড়াসহ নানা রকম শস্যের আবাদ কৃষি বিপ্লবের হাতছানি দিচ্ছে।
কালের প্রবাহে নদীর গভীরতা কমে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা শুকিয়ে গেছে। কৃষকেরা সেই স্থানগুলো চাষাবাদের কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করছেন। বিভিন্ন সবুজ ফসল বাতাসে দোল খেয়ে নদী তীরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সরেজমিনে দেখা যায়, কৃষকেরা এখন ইরি-বোরোসহ বিভিন্ন ফসল ফলানোর দিকে ঝুঁকেছেন।
কৃষক শ্রীলাল, পিয়ার আলী এবং আবেদ আলী বলেন, “আগে নদীর দু’তীরে আবাদ করা সম্ভব ছিল না। তবে নদীর পানি শুকিয়ে যাওয়ার পর চরের জমিতে চাষাবাদ শুরু করেছি। এখন ফলন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছে।”
আত্রাই নদীর পলিমাটি অত্যন্ত উর্বর হওয়ায় ফসলের উৎপাদন বেশি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার। তিনি বলেন, “নদীর চরের জমিতে ফসল উৎপাদনের আগ্রহ বাড়ছে। কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে। ফলে বাম্পার ফলনের আশা করা হচ্ছে।”
উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেএম মাহাবুব হোসেন জানান, “আত্রাই নদীর তীরের কৃষকেরা বর্তমানে সবুজ বিপ্লব ঘটিয়েছেন। চরের জমিতে সঠিক পরিচর্যা ও প্রযুক্তি প্রয়োগ করে কৃষকেরা দারুণ সাফল্য পাচ্ছেন।”
উত্তর জনপদের এই কৃষি উন্নয়ন শুধু খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে না, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সবুজে ঘেরা আত্রাই নদীর তীর এখন কৃষকদের স্বপ্ন পূরণের মঞ্চ হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।