ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আট নিরাপত্তারক্ষী এবং এক চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে বস্তার অঞ্চলের কুট্রু এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত নিরাপত্তারক্ষীরা জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্য ছিলেন। মাওবাদী দমন অভিযানের জন্য বিশেষভাবে গঠিত এই ইউনিটটি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। হামলার সময় তারা স্করপিও গাড়িতে একটি অভিযান থেকে ফিরছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে বড় গর্ত সৃষ্টি হয়, যা বিস্ফোরণের শক্তি বোঝায়।
এর আগে একই দিনে, ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচজন মাওবাদী নিহত হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ছিলেন। ওই অভিযানে একে-৪৭, সেলফ-লোডিং রাইফেলসহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে ফেরার পথে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এই হামলা চালায় মাওবাদীরা। এ ঘটনায় রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।
ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিদ্রোহীদের কোণঠাসা করার প্রক্রিয়া চলমান থাকলেও, এই হামলাকে তাদের একটি মরিয়া প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, নিরাপত্তা বাহিনীর ওপর এ ধরনের আঘাত তাদের মনোবল নষ্ট করার কৌশল হতে পারে। তবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনী মাওবাদী দমনে কঠোর অবস্থান বজায় রাখার অঙ্গীকার করেছে।
এ ঘটনার পর ছত্তিশগড়ের বিজাপুরসহ আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, এই ধরনের হামলা মাওবাদীদের শেষ সময়ের ইঙ্গিত বহন করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।