ধামইরহাটে জমি-সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ০৬:৫০ অপরাহ্ন
ধামইরহাটে জমি-সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আহত ৭

নওগাঁর ধামইরহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আতোয়ার হোসেন (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার হোসেন একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লা মৌজার ৪৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত আছির উদ্দিন মন্ডলের পরিবারের সঙ্গে আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আনোয়ার হোসেন সরিষা রোপণ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


এসময় আনোয়ার হোসেনের নেতৃত্বে শাহজাহান আলী সাগর ও নুর আলম বেলাল আছির উদ্দিন মন্ডলের পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আতোয়ার হোসেন নিহত হন।



সংঘর্ষে আহত হয়েছেন সাতজন: মোজাম্মেল হক, বাবুল হোসেন, মামুন রেজা, মাহফুজা বেগম, আবেজ উদ্দিন, সাখাওয়াত হোসেন এবং মো. আবু তাহের। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে আবেজ উদ্দিন ও মোজাম্মেল হকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।