২৭ জুলাই সম্পর্কে প্রশাসনকে যে বার্তা দিলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে জুলাই ২০২৩ ০৯:৫১ অপরাহ্ন
২৭ জুলাই সম্পর্কে প্রশাসনকে যে বার্তা দিলেন ফখরুল

আগামী ২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, আগামী ২৭ জুলাই আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের এই মহাসমাবেশ চক্রান্ত করে নস্যাৎ করা যাবে না। প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেবেন। অন্যথায় সব দায়ভার আপনাদের নিতে হবে।


মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আইনজীবী সমাবেশ’ থেকে তিনি এ বার্তা দেন।


মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা ভয়-ভীতি দেখিয়ে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংসে করে ক্ষমতায় টিকে আছে।


তিনি বলেন, স্বাধীনতার পর দেশে এত বড় রাজনৈতিক সংকট এসেছে বলে আমার জানা নেই। আমাদের সামনে কোনো পথ খোলা নেই। সেজন্য আমরা এক দফা দাবি ঘোষণা করেছি।


বিএনপির এই নেতা, শেখ হাসিনার অধীনে নির্বাচন নিয়ে দেশের মানুষের কোনো আস্থা নেই। তাই জনগণের দাবি, সরকারকে পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠা করে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।


তিনি বলেন, ডুগডুগি বাজানো নির্বাচন কমিশনকে দিয়ে হবে না। এজন্য এ কমিশনকে বিদায় করতে হবে। যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক এবং মেধাবী মানুষদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে।


বিএনপির মহাসচিব বলেন, সরকার ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষ হাসপাতালে জায়গা পাচ্ছে না। অথচ স্বাস্থ্যমন্ত্রী বিদেশ সফর করছেন এবং সিটি মেয়র সপরিবারে ইউরোপ ভ্রমণে গেছেন।