আগামী নির্বাচনে ৩০০ আসনেই একক প্রার্থী দেবে জাপা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে অক্টোবর ২০২৩ ১০:১৯ অপরাহ্ন
আগামী নির্বাচনে ৩০০ আসনেই একক প্রার্থী দেবে জাপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।



বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে এক সম্মেলনে তিনি একথা জানান।


জি এম কাদের বলেন, জাতীয় পার্টি কারও সঙ্গে জোটে যাবে না। এককভাবে নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে জাপা।


তিনি বলেন, নিত্যপণ্যের দামে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার উন্নয়নের গালগল্প শোনাচ্ছে।


প্রধান বক্তার বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দেশ এখন আমলাদের হাতে বন্দি। আমলাতান্ত্রিক জটিলতায় মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দুর্নীতিবাজরা অবৈধভাবে অর্থ উপার্জন করে ফুলে ফেঁপে উঠেছে। তারা বিদেশে অর্থ পাচার করে দেশকে প্রায় পঙ্গু বানিয়ে ফেলেছে।


সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আব্দুর রশিদ সরকার ।