সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ভারত নিজের দেশে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ। এমন একটি দেশের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই।তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে জাতীয় ঐক্য বজায় রেখে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যই এমন পরিস্থিতির কার্যকর সমাধান।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ত্রিপুরার সার্কিট হাউসে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে উগ্রপন্থী একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়।
হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে এবং সহকারী হাইকমিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাংলাদেশ সরকারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশের বিভিন্ন মহল এই ঘটনাকে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হিসেবে দেখছে। আন্তর্জাতিক আইনের অধীনে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্বাগতিক দেশের। ভারতের এই ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
ডা. শফিকুর রহমান তার পোস্টে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, এই হামলার মাধ্যমে ভারত তাদের আসল চেহারা উন্মোচিত করেছে। বাংলাদেশিদের আরও সতর্ক হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ সরকার এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি করেছে। একই সঙ্গে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনিউজ৭১ এ বিষয়ে সবশেষ তথ্য জানিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।