ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা প্রশমিত করতে চায় সরকার-আনন্দবাজার পত্রিকা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ন
ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা প্রশমিত করতে চায় সরকার-আনন্দবাজার পত্রিকা

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে সম্প্রতি অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমও ব্যাপক প্রতিবেদন প্রকাশ করেছে, যা দুই দেশের সম্পর্কের মধ্যে অঘোষিত শীতলতা সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় মিডিয়াকে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানানো হয়েছে।  


সোমবার (০২ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সরকারিভাবে জানান হয়েছে, "ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে। আমরা এ উত্তেজনা প্রশমিত করতে চাইছি।" তিনি দাবি করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিমভাবে উত্তেজনা ছড়ানো হচ্ছে এবং ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।  


ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, "বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেওয়ার বিষয়টিও পরিষ্কার করেছেন, বলেই জানান যে, "কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার লক্ষ্য বাংলাদেশের নেই।"  


এদিকে, পরিস্থিতি সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে বাংলাদেশে রাজনৈতিক প্রতিক্রিয়া রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, "বিশ্ববিদ্যালয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের পরিস্থিতি তুলে ধরা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না।" তিনি দাবি করেন, তিনি নিজে নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছেন এবং কোথাও সাম্প্রদায়িক উত্তেজনা বা সংঘর্ষ দেখেননি।  


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও এ বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান, "চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন বহিষ্কার করেছে এবং যে ঘটনা ঘটেছে তা কোনো ধর্মীয় প্রতিহিংসার ঘটনা নয়।" আযাদ আরও বলেন, "বাংলাদেশে বিভিন্ন জাতি ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে করবে।"  


এ সব কথা বিবেচনায়, দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিভ্রান্তি দূর করতে উদ্‌যোগী।